Saturday, এপ্রিল ২৭, ২০২৪

টাঙ্গাইলের সেই কাউন্সিলর আমিনের বিরুদ্ধে মামলা।।

টাঙ্গাইলের সেই কাউন্সিলর আমিনের বিরুদ্ধে মামলা

জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষদের বেআইনিভাবে ও গণহারে পেটানোর অভিযোগে টাঙ্গাইল পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমান আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন।

তিনি বলেন, ‘টাঙ্গাইল জেলার পুলিশ সুপারের (এসপি) নির্দেশে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমার অভিযোগ আমলে নিয়ে তা নথিভুক্ত করেছন। ওসি বলেছেন, এখন তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবেন।’

এর আগে গত ৭ এপ্রিল টাঙ্গাইলের কাউন্সিলর আমিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই ভিডিওটি নিয়ে সমালেচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, আমিন দলবলসহ বাজারে গিয়ে লোকজনকে কোনো কিছু জিজ্ঞেস না করেই লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন। পরে মানুষ পেটানোর অভিযোগে টাঙ্গাইল পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমান আমিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠান আইনজীবী জে আর খান রবিন।

তিনি গত ৯ এপ্রিল ই-মেইলের মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক, টাঙ্গাইলের পুলিশ সুপার, টাঙ্গাইল সদর থানার ওসি এবং পৌরসভার মেয়রকে ওই নোটিশ পাঠান।

নোটিশে কাউন্সিলর আমিনুর রহমান আমিনের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক, টাঙ্গাইলের পুলিশ সুপার, টাঙ্গাইল সদর থানার ওসি এবং পৌরসভার মেয়রকে অনুরোধ জানানো হয়েছিল। অন্যথায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছিল।

আইনজীবী জে আর খান রবিন বলেন, ‘কাউন্সিলর জনপ্রতিনিধি হয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছেন। করোনার মধ্যে মানুষকে বোঝানোর পরিবর্তে নির্যাতন করে তিনি ফৌজদারি অপরাধ করেছেন। তার নির্যাতনের শিকার হয়ে স্থানীয় লোকজন মুখ খোলার সাহস পাচ্ছেন না। তাই একজন সচেতন নাগরিক হিসেবে এ অভিযোগ দায়ের করেছি।’

ইউরোপ বাংলা

ইউরোপ বাংলা

একজন ফ্রিল্যান্স রাইটার, ব্লগার, এডুকেশনাল কনসালট্যান্ট, ক্যারিয়ার কাউন্সিলর, উদ্যোক্তা।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা