Saturday, এপ্রিল ২০, ২০২৪

২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

 

ইউরোপ বাংলা ডেস্ক : গত ২৪ ঘণ্টার মধ্যে ভারতে নতুন করে আরও ১,৪৬৩ করোনা আক্রান্ত চিহ্নিত হয়েছে। একটা গোটা দিনে এখনও পর্যন্ত এটাই সর্বোচ্চ বৃদ্ধি বলে দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ১০,৮১৫ জনের মধ্যে ছড়িয়েছে। আক্রান্তদের মধ্যে আবার ৭৬ বিদেশিও রয়েছেন। বিপুল এই আক্রান্তের ভিড়ে ১১৯০ জন ইতিমধ্যে সুস্থও হয়ে উঠেছেন। এই একই সময়ের মধ্যে, অর্থাত্‍‌ গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় মারা গিয়েছেন ২৯ জন। সবমিলিয়ে মঙ্গলবার সন্ধে পর্যন্ত ভারতে সরকারি ভাবে করোনাইয় মৃত ৩৫৩ জন।

এদিকে ওয়ার্ল্ড মিটার বলছে ভিন্ন কথা। বুধবার সকাল পর্যন্ত দেখা যায়, ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ১১ হাজার ৪৮৭ জন। ১ হাজার ৩৫৯ জন সুস্থ হলেও মারা গেচে ৩৯৩ জন। গত ২৪ ঘণ্টায় গোটা ভারতে করোনায় মারা গিয়েছেন ৩৫ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মহারাষ্ট্রেই করোনা আক্রান্ত সবথেকে বেশি। আক্রান্ত ২ হাজার ৩৩৭ জন। তামিলনাড়ুকে পিছনে ফেলে আক্রান্তের নিরিখে রাজ্য হিসেবে দুইয়ে উঠে এসেছে দিল্লি।

আম-আদমির রাজ্যে এ পর্যন্ত আক্রান্ত ১,৫১০ জন। তামিলনাড়ুতে করোনা পজিটিভ ১,১৭৩। রাজস্থানে পজিটিভ কেস বেড়ে হয়েছে ৮৭৯। মধ্যপ্রদেশে আক্রান্ত ৭৩০ জন। যোগীরাজ্য উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত ৬৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তেলঙ্গানায় আক্রান্ত ৬২৪ জন।

এ ছাড়া গুজরাতে ৬১৭, অন্ধ্রপ্রদেশে ৪৭৩, কেরালায় ৩৭৯, জম্মু-কাশ্মীরে ২৭০, কর্নাটকে ২৫৮ এবং হরিয়ানায় করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ১৯৯। পশ্চিমবঙ্গে মঙ্গলবার সন্ধে পর্যন্ত ১৯০ করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। পঞ্জাবে করোনা পজিটিভ ১৭৬।

ইউরোপ বাংলা

ইউরোপ বাংলা

একজন ফ্রিল্যান্স রাইটার, ব্লগার, এডুকেশনাল কনসালট্যান্ট, ক্যারিয়ার কাউন্সিলর, উদ্যোক্তা।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা