Wednesday, এপ্রিল ২৪, ২০২৪

বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ৬ আগস্ট পর্যন্ত

শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটি বৃদ্ধির এ তথ্য জানানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট :  মহামারি করোনাভাইরাসের মধ্যে দেশে অফিসগুলো সীমিত আকারে চালু করা হলেও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে ৬ অগাস্ট পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটি বৃদ্ধির এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “করোনাভাইরাসের মহামারীর কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৬ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।”

করোনাভাইরাসের বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় গত ১৭ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। এরপর কয়েক দফায় বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত নির্ধারণ করা হয় এ ছুটি। সোমবারের ঘোষণার মধ্য দিয়ে এখন ৬ আগস্ট পর্যন্ত ছুটি নির্ধারণ করা হল। ছুটির সময় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি ঘরে বসেই শিক্ষার্থীদের অনলাইনে পাঠদানের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো পড়ুন :

ইউরোপবাংলা/এস এইচ

ইউরোপ বাংলা

ইউরোপ বাংলা

একজন ফ্রিল্যান্স রাইটার, ব্লগার, এডুকেশনাল কনসালট্যান্ট, ক্যারিয়ার কাউন্সিলর, উদ্যোক্তা।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা