Thursday, মার্চ ২৮, ২০২৪

ফান্সে জাল কাগজপত্র তৈরীর সাথে জড়িতদের ৪ জন গ্রফতার

ফ্রান্সে দীর্ঘদিন ভুয়া কাগজের দালালি, মানব পাচার ইত্যাদির সুনির্দিষ্ট তথ্যের উপর অভিযানে ফ্রান্স পুলিশের হাতে চার দালাল গ্রেফতার হয়েছে।

আজ ২১ জুন রবিবার এই তথ্য নিশ্চিত করেছে ফ্রান্স পুলিশ । ফ্রান্স পুলিশ জানিয়েছে রাজধানী প্যারিস ও দক্ষিণের মার্সাই শহরে একটি সংঘবদ্ধ মানবপাচার ও ভুয়া কাগজ তৈরির দালাল চক্রের গতিবিধির উপর নজর রাখছিলো ফ্রান্স পুলিশ ।

গত ১৬ ও ১৭ জুন একযোগে অভিযান চালিয়ে প্যারিস ও মার্সাই থেকে মোট ৪ দালালকে গ্রেফতার করা হয় । উদ্ধার হয় বিপুল ভুয়া জন্মসনদ, ১১৬০ টি বেলজিয়ান, স্পেনিশ, ইতালির ভুয়া জাতিয়তার অাইডি কার্ড । এইসব মানবপাচারকারী ও ভুয়া কাগজ তৈরির দালাল চক্র দীর্ঘদিন যাবৎ অপকর্ম করে আসছে । এরা প্যারিসে এবং মার্সাই শহরে ঘাঁটি গেড়ে বসে কাজ চালিয়ে যাচ্ছিল।
ফ্রান্স পুলিশ আজ জানিয়েছে অভিযানে গ্রেফতারকৃত ৪ দালাল হচ্ছে আফ্রিকার আলজেরিয়ান নাগরিক ।

তথ্যসুত্র : ফান্সবাংলা

ইউরোপ বাংলা

ইউরোপ বাংলা

একজন ফ্রিল্যান্স রাইটার, ব্লগার, এডুকেশনাল কনসালট্যান্ট, ক্যারিয়ার কাউন্সিলর, উদ্যোক্তা।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা