Friday, মে ৩, ২০২৪

নির্বাচন কমিশনের সার্ভার থেকে তথ্য ফাঁস হয়নি: এনআইডি ডিজি

ইউরোপ বাংলা ডেস্ক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একে এম হুমায়ুন কবীর বলেছেন, নির্বাচন কমিশনের সার্ভার সুরক্ষিত রয়েছে। এখান থেকে কোনও তথ্য লিক (ফাঁস) হয়নি।

তিনি বলেন, আমাদের কাছ থেকে ১৭১টি প্রতিষ্ঠান ও সংস্থা সেবা নেয়। আমাদের সার্ভারের তথ্যের ওপর কোনও রকমের থ্রেট আসেনি। আমাদের সার্ভার থেকে কোনও তথ্য যায়নি। তারপরেও কোনও ত্রুটি-বিচ্যুতি পেলে চুক্তিপত্র বরখেলাপ হলে তা বাতিল করব। রোববার (৯ জুলাই) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এনআইডি ডেটাবেজের নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলনে এনআইডি মহাপরিচালক এসব কথা বলেন।

হুমায়ুন কবীর বলেন, ইসির কাছ থেকে ভেরিফিকেশন সার্ভিস নেওয়া কোনও পার্টনারের পোর্টাল অরক্ষিত থাকলে কিছু তথ্য লিক হতে পারে। এমন কিছু হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের ডাটা সেন্টার ও ম্যানেজমেন্টে কোনও সমস্যা হচ্ছে না। আমাদের সার্ভারে এখনও অ্যাবনরমাল হিট নজরে আসেনি। আমাদের এখান থেকে তথ্য ফাঁস হয়নি। তিনি বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। পার্টনার সাইট অডিট করবো। আইসিটি বিশেষজ্ঞ দিয়ে তদন্ত কমিটি করা হবে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।

এনআইডি ডিজি বলেন, এনআইডি সিকিউরিটি নিশ্চিত করতে আমরা কাজ করছি। নিয়মিত মনিটরিং করি কী পরিমাণ হিট আসছে। ১৭১টি পার্টনার সার্ভিস নিরাপদভাবে কাজ করছে। গতকাল নিউজ দেখার পর কাজ শুরু করেছি। এখানে একটা সাইট দুর্বল পাওয়া গেছে। তবে মাথাব্যথা হলে মাথা কাটবো না। এর সমাধান করবো, যাতে করে নাগরিক সেবা ঝুঁকিপূর্ণ না হয়।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা