Tuesday, এপ্রিল ৩০, ২০২৪

স্ত্রীকে বন্দুক দিয়ে মেরে ফেলার হুমকি, নিউইয়র্কে বাঙালী আমেরিকান পুলিশ অফিসার গ্রেফতার

সজল

স্ত্রীকে মারধর ও নিজ বন্দুক দিয়ে মেরে ফেলার হুমকির অভিযোগে সজল রায়(৩০) নামের এক বাংলাদেশি এনওয়াইপিডি পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গত ১ মার্চ সজল ও তাঁর স্ত্রী রোকসানা মির্জার সঙ্গে পারিবারিক সমস্যা নিয়ে এই ঘটনা ঘটে।তবে সজলের স্ত্রী পূর্বে অভিযোগ না করলেও গত বৃস্পতিবার পূর্বের নির্যাতনের বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করলে শুক্রবার মধ্যরাতে নিউইয়র্ক নগররী কুইন্সের নিজ বাসা থেকে সজলকে আটক করা হয়।

ইতোমধ্যে সজলকে সাসপেন্ড করা হয়েছে তবে পুলিশ পুরো বিষয়টি এখনো তদন্ত করছে।

এদিকে অভিযুক্ত বাংলাদেশি পুলিশ অফিসার সজল ডেইলি নিউজকে বলেন, স্ত্রীর অভিযোগটি সত্য নয়।

উল্লেখ্য, এনওয়াইপিডি পুলিশ অফিসার সজল রায় ২০১৬ সালে থেকে ১০৫ প্রিসেন্টে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁকে ব্রুকলিনে ট্রানজিট কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছিল।

শাহ  আহমেদ, নিউ ইয়র্ক থেকে।

ইউরোপ বাংলা

ইউরোপ বাংলা

একজন ফ্রিল্যান্স রাইটার, ব্লগার, এডুকেশনাল কনসালট্যান্ট, ক্যারিয়ার কাউন্সিলর, উদ্যোক্তা।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা