Monday, এপ্রিল ২৯, ২০২৪

বিয়ের নৌকা ডুবে নাইজেরিয়ায় প্রাণহানি শতাধিক

ইউরোপ বাংলা ডেস্ক : উত্তর নাইজেরিয়ায় বিয়ের যাত্রী বহনকারী নৌকা উল্টে গিয়ে ১০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা বলেছে, জীবিতদের উদ্ধারের জন্য অনুসন্ধান জোরদার করা হয়েছে। প্রতিবেশী নাইজারের নিকটবর্তী কোয়ারা রাজ্যের পাতেগি জেলার নাইজার নদীতে সোমবার ভোরে নৌকাটি ডুবে যায়। মঙ্গলবার ওই রাজ্যের পুলিশের একজন মুখপাত্র ওকাসানমি আজয়ি এই তথ্য জানিয়েছেন।

আজয়ি জানান, ‘এখন পর্যন্ত আমাদের ১০৩ জন মারা গেছে এবং ১০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অনুসন্ধান এবং উদ্ধার এখনো চলছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে।’ স্থানীয় একজন বাসিন্দা উসমান ইব্রাহিম জানান, নারী, শিশুসহ নিহতরা নাইজার রাজ্যের ‘এগবোটি’ গ্রামের একটি বিয়ে থেকে ফিরছিলেন। তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি সেখানে আরো কেউ বেঁচে আছেন কি না। ইব্রাহিম বলেন, ‘নৌকাটি যখন ডুবে যায় তখন ১০০ জনেরও বেশি মানুষ ছিল সেখানে। দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় ভোর ৩টায়, ফলে নিহতদের মধ্যে অনেকেই ডুবে যায় এবং কয়েক ঘণ্টা পরেও অনেকে তা জানতে পারেনি।’

রাজধানী আবুজা থেকে আলজাজিরার আহমেদ ইদ্রিস বলেছেন, ‘আমরা সেই এলাকার বিভিন্ন উৎস থেকে জানতে পেরেছি অন্তত ৬৪ জন লোক এক গ্রাম থেকে এবং প্রায় ৪০ জন অন্য গ্রাম থেকে এসেছিল। ইতিমধ্যেই দুর্ঘটনায় নিহত কমপক্ষে ৬০ জনের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

আফ্রিকার দুটি দীর্ঘতম নাইজার এবং বেনু নদী এই দুর্ঘটনাস্থলে এসে মিশেছে। এই অঞ্চলে অতীতেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। ২০২১ সালের মে মাসে একই এলাকার আশপাশে নাইজারে একটি নৌকা ডুবেছিল অন্য স্থানীয় দৈনিক এবং দ্য গার্ডিয়ান অনুসারে। সেই দুর্ঘটনায় প্রায় ১৬০ জন মানুষের মৃত্যু হয়।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা