Monday, এপ্রিল ২৯, ২০২৪

ওড়িশায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত ৩ মাওবাদী

ইউরোপ বাংলা ডেস্ক : ভারতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে অন্তত তিনজন মাওবাদী নিহত হয়েছেন। ওড়িশা রাজ্যের কালাহান্ডি জেলার জঙ্গলে এ সংঘর্ষ হয়। রাজ্য পুলিশের মহাপরিচালক সুনীল বনশল এ তথ্য নিশ্চিত করেছেন।

সুনীল বলেন, ‘মঙ্গলবার সকালে পুলিশি টহলদারির সময় কালাহান্ডি এবং কন্ধামল জেলার সীমানাবর্তী জঙ্গলে সংঘর্ষের ঘটনা ঘটে।’ মাওবাদীদের গুলিতে পুলিশের ডিএসপি পদমর্যাদার এক কর্মকর্তা আহত হয়েছেন জানিয়ে সুনীল বলেন, ‘আহত পুলিশ কর্মকর্তাকে দ্রুত বোলাঙ্গিরের ভীমা ভোই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

ঘটনার পরই মাওবাদী দমনে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ওড়িশা পুলিশের বাহিনী এসওজির (স্পেশাল অপারেশন গ্রুপ) সদস্যরা এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে বলেও জানান রাজ্য পুলিশের মহাপরিচালক।

অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা এবং ছত্তিশগড় সীমানা লাগোয়া দক্ষিণ-পশ্চিম ওড়িশার জেলাগুলোতে দেড় দশক ধরেই সক্রিয় সিপিআইয়ের (মাওবাদী) গেরিলা বাহিনী পিএলজিএ। ২০১৬ সালে ওড়িশার মালকানগিরি জেলার চিত্রকোণ্ডায় অন্ধ্র প্রদেশ পুলিশের মাওবাদী দমন বাহিনী ‘গ্রেহাউন্ড’ এবং ওড়িশা পুলিশের এসওজিকে নিয়ে গঠিত যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে মৃত্যু হয়েছিল মাওবাদী সংগঠনের অন্ধ্র-ওড়িশা বর্ডার স্পেশাল জোনাল কমিটির সম্পাদক উদয় এবং পূর্বাঞ্চলীয় সম্পাদক চলপতির।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা