Thursday, মে ২, ২০২৪

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

ইউরোপ বাংলা ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে সীমিত ওভারের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া দল। আগামী আগস্ট-সেপ্টেম্বরের এই সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

২০ ওভারের সিরিজ দিয়ে শুরু হবে সফর। ৩০ আগস্ট ডারবানে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুটি ম্যাচও ডারবানে হবে যথাক্রমে- ১ এবং ৩ সেপ্টেম্বর। অজিদের সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চের অবসরের পর প্রথম টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। যদিও এখন পর্যন্ত ফিঞ্চের পরিবর্তে টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

এরপর ৭ সেপ্টেম্বর থেকে ব্লুমফন্টেইনে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে ৯ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে। বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১২, ১৫ এবং ১৭ সেপ্টেম্বর যথাক্রমে পচেফস্ট্রুম, সেঞ্চুরিয়ন এবং জোহানেসবার্গে। সর্বশেষ ২০২০ সালে দক্ষিণ আফ্রিকা সফর করেছিল অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হারলেও তারা টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা