Sunday, এপ্রিল ২৮, ২০২৪

সুইজারল্যান্ডের জুরিখে অন্যরকম গণভোট এবং জনগনের অন্যরকম রায়

বাকি উল্লাহ খান ,জুরিখ, সুইজারল্যান্ড।: গতকাল  ২৯ নভেম্বর হয়ে গেল জুরিখের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের ভোট। ভোটের ফলাফলে আমি খুবই হতাশ হয়েছি।খেলাধুলা প্রিয় এক দল মানুষের  একাধিক সংগঠনের চাহিদার প্রেক্ষিতেই অন্যন্য বহু বিষয়ের সাথে এই গণভোটটি অনুষ্ঠিত হয়েছিল।

ভোটের বিষয় ছিল:স্বাস্থ্য রক্ষায়, জুরিখকে খেলাধুলা বান্ধব করতে, জুরিখে বসবাসরত  ১৮ বছরের নিচের বয়সের সবার জন্য জুরিখের সরকারী সুইমিংপুলে ফ্রি এন্টির ব্যাবস্থা করতে হবে ( Sportstad Züri: für Bewegung &Gesundheit:  Eintritt in die Freibäder kostenlos) ।

ভোট দিয়েছেন জুরিখের জনগণ। তবে জুরিখের জনগণের ৫৪ ভাগই  চাইছেন তাঁরা প্রবেশ মূল্য দিয়েই সুইমিং পুলে সাঁতার কাঁটবেন।আমি নিজেও ধরে নিয়েছিলাম, বিনে পয়সায় সুইমিংপুলে সাঁতার কাঁটার এই সুযোগটি সাধারণ জনগন খুব সহজেই গ্রহন করে নিবেন? কিন্তু আমার হিসেব নিকেশ কোন কাজেই আসলো না।

জুরিখের সাধারণ জনগণের অধিকাংশই ভোট দিলেন এই ইনিসিয়েটিভটির বিপক্ষে। যাহোক আগামী বছরও কিশোর কিশোরীদেরকে  সুইমিংপুলে প্রবেশ মুল্য দিয়ে টিকেট কেঁটেই প্রবেশ করতে হবে।

ভোটে ঠকেছি তাতে কি? জনগণের গণতন্ত্র দেখছি,গণতান্ত্রিক অধিকার পুরোপুরি ভোগ করছি। এটাওতো একটা সৌভাগ্যর বিষয়।

আরও খবর পড়ুন:

ইউরোপ বাংলা

ইউরোপ বাংলা

একজন ফ্রিল্যান্স রাইটার, ব্লগার, এডুকেশনাল কনসালট্যান্ট, ক্যারিয়ার কাউন্সিলর, উদ্যোক্তা।

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I agree to the Terms & Conditions and Privacy Policy.

ফেসবুকে ইউরোপ বাংলা